এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই
সৌভাগ্যের ছোঁয়ায় শুরুতেই মিলল দৃষ্টিনন্দন এক গোল। পরে আসাদুল আলম সাকিব আত্মঘাতী হওয়ায় শঙ্কা জাগল জয়হীন থেকেই এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই শেষের! তবে মইনুল ইসলাম মইনের দারুণ গোলে শঙ্কা কাটিয়ে বাছাইয়ের শেষটা অন্তত জয়ে রাঙাল মারুফুল হকের দল।
ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। একটি করে জয় ও ড্র এবং দুই হার নিয়ে বাছাই শেষ করল মারুফুল হকের দল।
সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে যাত্রা শুরুর পর গুয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৪-১ গোলের হারে মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
খেলোয়াড় ছাড়া ইস্যুতে বসুন্ধরা কিংসের সঙ্গে টানাপোড়েনের কারণে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় জনকে ছাড়াই ভিয়েতনামে পাড়ি দেয় বাংলাদেশ দল। তাদের অভাব প্রতিটি ম্যাচেই স্পষ্ট হয়েছে। ম্যাচের ফলেও পড়েছে বিরূপ প্রভাব।
ভুটানের বিপক্ষে অবশ্য শুরুতেই গোল পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে মিডফিল্ডার আসাদুল মোল্লা ডান দিক থেকে বক্সে অনেকটা ক্রসের মতো বাড়ান। বল বাঁক না খেয়ে বিস্ময় ছড়িয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
৩২তম মিনিটে ডিফেন্ডার পারভেজ আহমেদ অস্বস্তি বোধ করায় তাকে তুলে রক্ষণে গোলাম রাব্বীকে নামান বাংলাদেশ কোচ। তিন মিনিট পর অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে শট করেছিলেন জিগমে নামগাইয়েল, বল অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী হয়ে উঠতে পারছিল না বাংলাদেশ। ৬৯তম মিনিটে দারুণ প্লেসিং শটে জালে বল জড়ান পিয়াস আহমেদ নোভা, কিন্তু অফসাইডের কারণে ব্যবধান দ্বিগুণ হয়নি।
পরের মিনিটেই দুর্ভাগ্যের শিকার বাংলাদেশ। লম্বা ক্রস হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন আসাদুল ইসলাম সাকিব, কিন্তু বল পোস্টে লেগে জালের দিকে ছোটে; পড়িমরি করে গোলরক্ষক ইশাক আখন্দ থাবায় বের করে দিলেও বল তার আগেই পেরিয়ে যায় গোললাইন। সমতায় ফেরে ভুটান।
৮৬তম মিনিটে মইন ফের এগিয়ে নেন বাংলাদেশকে। বেশ খানিকটা এগিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন এই ফরোয়ার্ড। বল বাঁক খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে পায়। এই গোল আগলে রেখে জয়ের আনন্দ নিয়ে বাছাই শেষ করে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।