নবীন ও প্রবীণদের মেলবন্ধনে আয়োজিত হয়েছে "অনুষঙ্গ"

আগের সংবাদ

নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন: হাসান আরিফ

পরের সংবাদ

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে ‌কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ , ৫:৪৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪ , ৫:৪৫ অপরাহ্ণ

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিতে বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‌কেউ যদি উপদেষ্টাদের ছবি দেখিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাদের ধরে পুলিশে দিন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ নির্দেশ দেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ই উপদেষ্টা বলেন, ‘কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’

সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কাজের প্রশ্রয় দেবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন।’

এমন কোনো বিষয়ে জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই আইন উপদেষ্টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়