সরকারি কর্মকর্তাদের ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

আগের সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পরের সংবাদ

যশোরে জয়তী সোসাইটি‘র উদ্দ্যোগে বন্যার্তদের জন্য অর্থ প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৯:০৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৯:০৩ অপরাহ্ণ

যশোরের একটি নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি‘র উদ্দ্যোগে বন্যা কবলিতদের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার সকালে বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার লক্ষ্যে জয়তী সোসাইটি, যশোরের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস জেলা প্রশাসনের মো. আজাহারুল ইসলাকে এ অর্থ প্রদান করেন।

এসময় সংস্থার পক্ষে আরো উপস্থিত ছিলেন, সংস্থার ম্যানেজার অর্থ ও প্রশাসন অসীম কুমার বিশ্বাস, সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম, সিনিয়র হিসাব রক্ষক ইমদাদ আলী, সহকারী ম্যানেজার (অর্থ ও প্রশাসন) সুকান্ত মোস্তাফী, ব্যবসাকেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট ও লক্ষ্মীপুর জেলার প্রায় ৬৫ লক্ষ মানুষ বন্যার কারনে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়