উপাচার্যের দাবিতে ফের মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

আগের সংবাদ

তিন মাস পর সশরীরে ক্লাসে ফিরছে ইবি শিক্ষার্থীরা

পরের সংবাদ

শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘নজরুল কাপ-২৪’

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ

প্রথমবারের মতো ‘নজরুল কাপ’ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

রবিবার বিকেল ৪ টায় ফোকলোর বিভাগ বনাম স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নজরুল কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ।

টুর্নামেন্ট উদ্বোধক হিসাবে থাকবেন উপাচার্য ড.জাহাঙ্গীর আলম, ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার এবং প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির সব ম্যাচ। টুর্নামেন্টের খেলাগুলো নক আউট পদ্ধতিতে হবে। ২৪টি দল হওয়ায় ৮ টি দল ড্র এর মাধ্যমে সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং প্রথম রাউন্ডে ১৬ টি দল মোকাবিলা করবে। এভাবে রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নজরুল কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিগত ৫ বছর ধরে কোনো ফুটবল টুর্নামেন্ট হয়নি। অনেকবার অনুরোধ করেও শারীরিক শিক্ষা বিভাগ কোনো উদ্যোগ নেয় নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে আয়োজন শুরু করি।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর জমকালো আয়েজনের মধ্য দিয়ে উন্মোচিত হয় ‘নজরুল কাপ ২৪’ এর ট্রফি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়