যশোর সদর উপজেলাযর দেয়াড়া ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিও আয়োজনে বাৎসরিক সমন্বিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ইউনিয়নের বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেনারেল হাসপাতালের এনেস্থেসীয়লজিস্ট আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর আল্ট্রাভিশন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সেলিম জাহিদ সোহাগ ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আসাদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ, নারায়ঙ্গালী হাই স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আক্তার, আমদাবাদ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, সংগঠনের উপদেষ্টা এড. বিল্লাল হোসাইন, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদকমামুনুর রহমানসহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথম ৩জনের বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রথম ২০ জনের সংগঠনের এসএসসি পরীক্ষা পর্যন্ত ফ্রি কোচিং করানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।