দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক

আগের সংবাদ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ

পরের সংবাদ

উপাচার্যের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ

অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার বেলা সাড়ে ১১টায় ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ অভিমুখে উভয়দিকে যানজটের সৃষ্টি হয়। এরআগে শুক্রবার বিকেলেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুদফায় বিক্ষোভ ও ছাত্র সমাবেশে করেন ইবি শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি সোয়া ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া রোববারের মধ্যে উপাচার্য নিয়োগ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে সাড়ে ১২টার পর রাস্তা ছেড়ে দেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনও কেন দেওয়া হলো না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, কিভাবে দাবি আদায় করতে হয় সেটি ছাত্রসমাজ ভালোভাবেই জানে। আমাদেরকে আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য করবেন না। অতি শীঘ্রই আমরা একজন সৎ, যোগ্য একাডেমিশিয়ান, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের বিরোধীতা করবে এমন উপাচার্য আমরা চাই না। এখন সংস্কারের সময়, আর পিছনে তাকানোর সুযোগ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়