১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

আগের সংবাদ

উপাচার্যের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

পরের সংবাদ

দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ

দরকার ছিল মাত্র ৯ রান কারণ তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের। চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে স্পর্শ করেছিলেন তামিমের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক।

দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের। এবার রানের সংখ্যাতেও সবার ওপরে তুললেন নিজের নাম। যদিও মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। সাজঘরে ফিরেছেন ১৩ রান করে।

এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ থেকে মুশফিকের রান ৭ হাজার ৭৯২। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

বাংলাদেশের হয়ে রানের হিসেবে ১৫ হাজার রান পার করেছেন কেবল এই দুজনেই। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। আর ১০ হাজার পার করা দেশের অপর ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ হাজার ৬৯৪ রান করে দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার তিনি।

চার সিনিয়রের পরেই এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়