বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা

আগের সংবাদ

দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

পরের সংবাদ

কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪ , ৯:৫৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪ , ৯:৫৫ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার কোলাবাজার এলাকার একটি ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে থানা সড়কের বিএনপি অফিস ভাংচুর ও পোড়ানো ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। একই দিন বিকেল ৪টার দিকে মেইন বাসস্ট্যান্ডে পূর্বাশা কাউন্টার ভাংচুর ও পোড়ানোর ঘটনায় ২৫ আগস্ট একেএ খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে অপর একটি মামলা করেন। এ মামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়