ভারতীয় সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

আগের সংবাদ

জম্মু ও কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ নিহত ৭

পরের সংবাদ

যশোরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ

যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, সদর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে, তিনি আরও বলেন বিগত সরকারকে নামানোর জন্য ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সার্বিক এস এম শাহীন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুক হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জক, জামায়াত ইসলামীর সদর থানার আমির অধ্যাপক আশরাফ আলী, সেক্রেটারি মাওলানা নুরউদ্দিন, সদর উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মাণ কুমার হাজরা, পাট উন্নয়ন কর্মকর্তা মহিমা খাতুন প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়