‘মুঈদ স্যারেরা কখনো মরেনা, যুগে যুগে বেঁচে থাকে আমাদের মাঝে’

আগের সংবাদ

মণিরামপুরে বাপ্পি হত্যার ৪০ দিন পর মিলাদ

পরের সংবাদ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক

মাকসুরা নূরের অপসারন দাবীতে শ্যামনগরে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ

নার্সিং ও মিডওয়াইফারি পেশা নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারন ও নার্সিং মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার লতিফ হাসিনা, সিনিয়র নার্স গীতা নারী মন্ডল, খালেদা বানু, শিউলি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারন ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়