যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা

আগের সংবাদ

‘মুঈদ স্যারেরা কখনো মরেনা, যুগে যুগে বেঁচে থাকে আমাদের মাঝে’

পরের সংবাদ

ঝিনাইদহে ১ দফার দাবীতে নার্সদের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ

ঝিনাইদহে ১ দফার দাবীতে নার্সদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ দুপুর ২টার সময় তারা ২৫০ শয্যা সদর হাসপাতালে এ মানবন্ধন করে।

ঝিনাইদহ নার্সিং ইনিস্টিটিউট এর আয়োজনে সদর হাসপাতালে কর্মরত সকল নার্স ও ইন্টার্নী নার্সরা এ কর্মসূচীতে যোগ দেয়।

এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ নার্সিং ইন্সপেক্টর মোহাম্মদ শামীম সিদ্দিকী, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. নূরনাহার, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং তত্ত্বাবধায়ক রিজিয়া খাতুন বক্তব্য রাখেন।

তারা বলেন, তাদের একটাই দাবী। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চলমান থাকবে।

তারা আরো বলেন, আমাদের দ্বিতীয় গ্রেড দেওয়ার কথা রয়েছে কিন্তু ১০ গ্রেড থেকেই তাদের চাকরী থেকে অবসর নিতে হয়। বছরের পর বছর এ বৈষম্য চলে আসছে। তারা সরকারেরকোছে সারাদেশব্যাপি এ প্রতিবাদ কর্মসূচী মাধ্যমে দাবী পূরণের কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়