সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আগের সংবাদ

ফুলতলা উপজেলার ১১টি এতিমখানার সরকারী বরাদ্দকৃত চাউল আত্মসাৎ

পরের সংবাদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত বেরোবি শিক্ষক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ

অন্তর্বতীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য পদে মনোনীত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয়েছে যে আমার নাম মনোনীত হয়েছে। কিন্তু যেহেতু এখনো আমি কোন চিঠি পাইনি, তাই এ বিষয়ে এখন কোন কিছু বলা যাবে না।

উল্লেখ্য, অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ নদী বিষয়ক গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২০ এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় পরিবেশ পদক ২০২২ পদক পান।

এছাড়াও তিনি নদী বিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপলের’ পরিচালকের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়