সাগরে নিম্নচাপে বন্দরে তিন নম্বর সংকেত

আগের সংবাদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত বেরোবি শিক্ষক

পরের সংবাদ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে তাকে ভোমরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে আটক করা হয়।

আটক হওয়া জাকির হোসেন লক্ষীদাড়ী এলাকার আরিজুল মোল্লার ছেলে।

শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন, সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় জাকির হোসেনকে আটককের পর তার দেহ তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা। এ ঘটনায় আসামীকে সাতক্ষীরা সদর থানা হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়