পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের অপসারন দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আগের সংবাদ

পাবনায় ৭৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন

পরের সংবাদ

প্রশাসনবিহীন কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। প্রশাসন না থাকায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানান শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম।

প্রতিটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করতে প্রশাসনের প্রয়োজন হয়। এছাড়া নিরাপত্তার জন্য প্রক্টোরিয়াল বডির প্রয়োজন আছে। প্রশাসনিক সহযোগিতা ছাড়া এত বড় প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয় না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টোরিয়াল বডি না থাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে শিক্ষার্থীদের মাঝে।

ফুটবল প্রতিযোগিতা আয়োজন নিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল বলেন, আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। আমাদের মন চাঙ্গা রাখার জন্য খেলাধুলা প্রয়োজন আছে। আর এটা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে হয়ে থাকে। আমরা চাই সকল সংকট দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। এবারো ফুটবল টুর্নামেন্ট আয়োজন হোক।

এছাড়া প্রতিবারের ন্যায় এবারো যদি বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে শিক্ষার্থীরা উৎসবমুখোর পরিবেশে উপভোগ করতে পারবে। আমরা দেখেছি যখন ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয় তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আমেজ বিরাজ করে। আমরা চাই ক্যাম্পাসে আবার উৎসবমুখোর পরিবেশ ফিরে আসুক এবং সেটা ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমেই হোক

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, মূলত আমাদের এখানে উপাচার্য নেই। এছাড়া একটা প্রতিযোগিতার আয়োজন করা হলে সেখানে নিরাপত্তার বিষয় রয়েছে। বর্তমানে আমাদের এখানে প্রক্টোরিয়াল বডিও নেই। এজন্য এখন ফুটবল প্রতিযোগিতার আয়োজন সম্ভব হচ্ছে না। নতুন উপাচার্য আসলে আমরা ওনার সাথে কথা বলে এবছরের মধ্যেই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়