চট্টগ্রামে পিতাকে খুনের পর বিদেশ পালাতে গিয়ে ২ ভাই গ্রেফতার

আগের সংবাদ

যশোরে ভেজাল মবিলের গোডাউনে অভিযান

পরের সংবাদ

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের বরিশালে বদলি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৮:০২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৮:০২ অপরাহ্ণ

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে (ক্রাইম এন্ড অপস) বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ পদে যশোরে আসছেন পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন।

বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শাহাজাদা মো. আসাদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই্ প্রজ্ঞাপনে সারাদেশের ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশসুপার সমমর্যাদারসহ মোট ৪৩ কর্মকর্তাকে স্থানান্তর করা হয়েছে।

উল্রেখ্য, ২০২১ সালের শুরুতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বেলাল হোসাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়