ঝিনাইদহে গরু চোর সন্দেহে ৩জনকে গণধোলাই, একজন নিহত

আগের সংবাদ

অভয়নগরে পানিবন্দি ২৫গ্রামের মানুষ, দুর্ভোগ চরমে

পরের সংবাদ

নড়াইলে বিভিন্ন অপরাধের সিন্ডিকেট নির্মূলের দাবিতে সমাবেশ ও স্মরকলিপি প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ

নড়াইলে কিশোর গ্যাং, মাদক, ইফটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে র‌্যালী, সমাবেশ ও স্মরকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নড়াইলের সচেতন যুব ও ছাত্র সমাজের আয়োজনে এ উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের রুপগঞ্জ বাজারে সিকদার কমপ্লেক্স থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সমাবেশ শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প প্রধান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সাবেক সভাপতি মো. রিয়াজ হাসান, এনসিটিসি এর সাবেক সাধারন সম্পাদক মো. রাসেল বিশ^াস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লাবণ্য বিশ^াস প্রমা, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী শারমিন তিশা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মাসুরা খানম, এস এম রুবেলসহ নড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা ও যুবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইলের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, ইফটিজিং এর কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, সব সময় তাদের সাথে অবিভাবকরা থাকে না। রাস্তায় যেতে গেলে, ইজিবাইকে উঠলে বিভিন্ন সময় মেয়েদের বিরক্ত করে।

এছাড়া বিভিন্ন স্থানে মাদক সেবক, সন্ত্রাসীরা ঝামেলা করে, রাস্তায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করা হয় এবং বাজারে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সব সমস্যা চলে আসছে, প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সমাবেশে দাবি জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়