জাপান সাগরে চীনের সঙ্গে ‘সবচেয়ে বড় মহড়া’য় রাশিয়া

আগের সংবাদ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে ৩জনকে গণধোলাই, একজন নিহত

পরের সংবাদ

হার্ট অ্যাটাকে মারা গেলেন ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুঈদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ

হার্ট অ্যাটাকে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যৈষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অধ্যাপক মুঈদ রাত ৮টার দিকে হার্ট এ্যাটাক করেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বলেন, মুঈদ স্যার বাড়িতেই মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

অধ্যাপক মুঈদের বিষয়ে তিনি বলেন, তিনি আমাদের বিভাগের সিনিয়র অধ্যাপক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। দোয়া করি, আল্লাহ যাতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়