কাশিমপুর ইউনিয়নে বিএনপির যৌথ কর্মি সমাবেশে
খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমাদের এখন দায়িত্ব দেশ ও দেশের মানুষের জানমালের নিরাপত্তাসহ শান্ত পরিবেশ গঠনের কাজ করা। দেশের মানুষ আজকে স্বাধীন। স্বৈরশাসকের হাত থেকে সবাই এখন মুক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী মানেই দেশের মানুষের শান্তির দল। সবাই খেয়াল রাখবেন দেশে যেনো আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা আবারও নতুন করে অরাজকতা সৃষ্টি করতে না পারে।
মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির যৌথ কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধান বক্তা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ুব হেসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, থানা যুবদলের যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, থানা ছাত্র দলের সভাপতি পিকুল হোসন, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সদস্য তাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খান বাবু, যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কাশেম, সম্পাদক রবিউল ইসলাম, উজ্জাল হোসেন, প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।