‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটচাঁদপুর শাখায় গ্রাহক সেবা মাস শুরু হয়েছে।
আজ রোববার (০৮ সেপ্টেম্বর) বিকালে শহরের মেইন বাজারে ইসলামী ব্যাংক কোটচাঁদপুর শাখা কার্যালয়ে এ সেবা মাসের উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক কোটচাঁদপুর শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি শাখা ব্যবস্থাপক (অপারেশন) মো. নজরুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসাবে ছিলেন, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ শের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক মহেশপুর শাখার ব্যবস্থাপক জামান উদ্দীন।
বক্তারা বলেন, গ্রাহক সেবা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা দেওয়ার কারণে এ ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরও সহজলভ্য করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, বিগত ২০১৬ সাল থেকে অবৈধ সরকার ব্যংকের নিয়ন্ত্রণ নিয়ে দূর্ণীতিবাজ পর্ষদ দিয়ে পরিচালনা করে গ্রাহকের আমানত কে খেয়ানত করেছে। সরকার পতনের পর বর্তমানে ব্যাংক তার প্রকৃত অবিভাবক ফিরে পেয়েছে। সেই সাথে সকল ব্যাংকের থেকে ইসলামী ব্যাংকে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ব্যাংকটির ডিপোজিট রয়েছে, ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা।দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক উপস্থিত ছিলেন।
এসএম রায়হান উদ্দীন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।