বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ

আগের সংবাদ

দৌলতপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

পরের সংবাদ

যশোর জামায়াতের উদ্যোগে নারীদের সেলাই মেশিন প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১০:৪০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১০:৪০ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানার উদ্যোগে অসহায় ও দুস্থ আটজন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বুধবার শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন, শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক আব্দুল আহাদ।

প্রধান অতিথির বক্তৃতায় শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ একাধিক উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়