নড়াইলে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল-যশোর সড়কের শহর অংশের ভওয়াখালী এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ অভিযান পরিচালনা করেন, সড়ক ও জনপথ বিভাগ, খুলনার ষ্টেট কর্মকর্তা মো. ইয়ানুর রহমান।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নড়াইল -যশোর সড়কের শহর অংশের প্রায় ৬ কিলোমিটার সড়কের প্রশস্ত করণের (ফোরলেন) কাজ চলমান রয়েছে। অবৈধ দখলদারদের কারণে প্রশস্ত করণের কাজ বাধাগ্রস্থ হওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিস প্রদান করা হলেও, দখলদাররা জায়গা খালি না করায় মঙ্গলবার থেকে এ অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, প্রশস্ত করণের কাজের মধ্যে শহরের রুপগঞ্জ বাজারের পৌরসভার কয়েকটি মার্কেটও রয়েছে। এ মার্কেটগুলি বাঁচিয়ে কি ভাবে রাস্তা প্রশস্ত করণ করা যায় সে বিষয়ে প্রশাসনের সাথে দীর্ঘদিন আলোচনা করেও কোন সমাধান হয়নি। পরবর্তিতে এ সব মার্কেট এ ব্যাবসায়িদের পক্ষ থেকে হাই কোর্টেও নিষেধাজ্ঞা নিয়ে আসে। এ সব মার্কেট ভেঙ্গে দিলে কয়েকশত ব্যাবসায়ি ক্ষতি গ্রস্থ হবে।
সড়ক ও জনপথ বিভাগ, খুলনার ষ্টেট কর্মকর্তা ইয়ানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধ ভাবে দখল করে আসছিলো, সড়ক ও জনপথ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। কারো হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে আইনী প্রক্রিয়া শেষে সে গুলির উচ্ছেদ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।