ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্যসহ নিহত ২

আগের সংবাদ

যশোরে র‌্যাব পরিচয়ে দুই যুবককে অপহরণ, নড়াইল থেকে উদ্ধার

পরের সংবাদ

দুবাই পালাতে গিয়ে ১৪‘শ কোটি টাকার ঋণ খেলাপি চট্টগ্রামে আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ইসলামী ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা ঋণগ্রহীতা এক ভোগ্যপণ্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। দুবাই যাবার পথে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।

আটক আনছারুল আলম চোধুরী (৫৯) ভোগ্যপণ্যের পাইকারি কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জের আনছার ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় বলে জানা গেছে। আনছারুল চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার কর্মকর্তার বরাতে সিএমপির উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আটক আনছারুল আলম চৌধুরী সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে যান। বহির্গমন টার্মিনালে পৌঁছার পর তাকে আটক করে প্রসিকিউশন অফিসারের হেফাজতে নেওয়া হয়। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা দেখতে পান, আনছারুল সিভিল এভিয়েশন ও বিমানবন্দর গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত। তিনি ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১৪০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন।

আটক আনছারুলকে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়