লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী আদর্শ গ্রামে জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গড্ডিমারী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আমরা গড্ডিমারী ইউনিয়নের ৬নং আদর্শ গ্রামের বাসিন্দা। গত ১৯৯৬ সাল থেকে আমরা সেখানে বসবাস করে আসছি। ২০০১ সালে বাংলাদেশ সরকার আমাদের ৮ শতাংশ করে আবাদী জমি হস্তান্তর বা কবুলত দেয়। সেই থেকে আজ অবদি আমরা উক্ত জমি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়ার হুকুমে মনির হোসেন, ফরিদুল ইসলাম শহর, মনছের, নুর ইসলাম, নুর হোসেন, ফজল, মোনতা সহ অনেকে আমাদের আবাদি জমি গুলো জোর পূর্বক দখলে নেয়।
যা আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাই কিন্তু আজ অবধি কোন সুরহা পাইনি। এই জমি দখলকারীরা জামায়াত ও বিএনপির লোক পরিচয় দিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। আমরা ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবী করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।