অভয়নগরে জাতীয়তাবাদীদল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আগের সংবাদ

তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীর দায়িত্ব পালনের আহবান

পরের সংবাদ

ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে জ্যেষ্ঠ অধ্যাপকের ভিত্তিতে উপাচার্যহীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

রোববার বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিন’স কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিন’স কমিটির সভায় আরও তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে, আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরু হবে এবং চতুর্থ বর্ষ ও মাস্টার্সের (ফাইনাল পেন্ডিং) রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা হবে। এ ব্যাপারে সোমবার থেকেই কার্যক্রম শুরু হবে।

দায়িত্বপ্রাপ্ত ডিন ড. আশ্রাফী বলেন, উপাচার্য না আসা পর্যন্ত চলতি জরুরি দায়িত্বগুলো আমি পালন করবো। আর্থিক ও প্রশাসনিক কাজের বাইরে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে বিভাগীয় সভাপতিদের চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের রেজাল্ট সহ যেসব পেন্ডিং কাজ রয়েছে সেগুলা সমাধান করা হবে। আর মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করবো জারি করা চিঠিতিতে যেন একাডেমিক শব্দটি জুড়ে দেওয়া হয়। যদি না দেয় তবে আগামী সপ্তাহ থেকে সশরীরে ক্লাস চালুর করার চেষ্টা করবো৷ এই সময়ে আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়