খালেদা জিয়ার মানহানির মামলা খারিজ

আগের সংবাদ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় রানার সম্পাদক মুকুলকে স্মরণ

পরের সংবাদ

রাজাপুরে মাদরাসা-ই রহিমা খাতুনে হিফয ছাত্রীদের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪ , ৯:২৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৯, ২০২৪ , ৯:২৯ অপরাহ্ণ

ঝালকাঠি জেলার রাজাপুর থানার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ❝মাদরাসা-ই রহিমা খাতুন লিল-বানাত❞ (মহিলা মাদরাসা) এর হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মাদরাসা মিলনায়তনে কতৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের সভাপতি জনাব মুহাম্মদ এম. এ. ওয়াদুদ এর সভাপতিত্বে মাওলানা সিফাতুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জনাব হযরত মাওলানা আলাউদ্দিন পিরোজপুরী দামাত বারাকাতুহুম।

বৃহস্পতিবার বাদ জোহর থেকে শুরু হয়ে সংবর্ধনা অনুষ্ঠান চলে সন্ধা পর্যন্ত। উক্ত সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতী নিয়ামত উল্লাহ, হযরত মাওলানা জয়নাল আবেদীন সাবেরী, স্বনামধন্য হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ সিফাতুল্লাহ, ক্বারী মুহাম্মদ মুজিবর রহমান, মাওলানা লতিফুর রহমান, হাফেজ ইমামুদ্দীন সহ স্থানীয় উলামায়ে কেরামগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকবৃন্দরা বলেন, কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত ও ইসলামের বুনিয়াদী তা’লীম দেয়ার লক্ষ্যে এক যুগান্তকারী ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি ‘নূরানী শিক্ষাধারা’। সেই সাথে এ শিক্ষাধারায় রয়েছে প্রয়োজনীয় সাধারণ শিক্ষাদানের ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। তাই এ পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শহর, নগর, গ্রামগঞ্জে ব্যাপক সমাদৃতি লাভ করেছে। মাত্র এক বছরেই মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শ্রেষ্ঠ একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপনিত হয়েছে।

এ সময় উপস্থিত মেহমানবৃন্দ কোমলমতি শিশু ও ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, আরবী বক্তৃতা, ইংরেজী বক্তৃতা, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল শুনে অভিভূত হন ।

অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারী এক শিক্ষার্থীর পিতা বলেন, আজ আমার খুব আনন্দ লাগছে, কারণ আমার সন্তান পবিত্র কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছে। আমি আশা করছি আমার সন্তানসহ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রধান অতিথির বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়