বাংলাদেশ পুলিশে বড় রদবদল

আগের সংবাদ

দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতেই দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৮, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ

২০২৫ সালের এইচএসসি ও সমমানের সব বিষয়ের পরীক্ষা পূর্ণ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, করোনা অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সংক্ষিপ্ত সিলেবাসে) ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষা নেওয়া হচ্ছিল। ২০২৫ সাল থেকে পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়