হাতীবান্ধায় আদালতের আদেশ অমান্য করে জমি বে-দখল

আগের সংবাদ

বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে পাঁচ বছর পর রাজশাহী থেকে যশোর সিআইডি পুলিশের হাতে আটক

পরের সংবাদ

কেশবপুরে কৃষকদের মাঝে ৪৫০০ নারিকেলের চারা বিতরণ

প্রকাশিত: জুন ৯, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ আপডেট: জুন ৯, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

যশোরের কেশবপুরে রোববার বিকেলে কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে ৯০০ কৃষকের মাঝে ৪ হাজার ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে নারিকেলের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, গিয়াস উদ্দীন, কিশোর কুমার দাস, শিমুল রায় প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে ৫টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়