ইবি রেজিস্ট্রারের অবৈধ লেনদেনের অভিযোগ, ইউজিসির তলব

আগের সংবাদ

বাজেট কে স্বাগত জানিয়ে আগড়ঘাটা বাজারে আনন্দ মিছিল

পরের সংবাদ

পাইকগাছা উপজেলা নির্বাচনে আপত্তিকর লিফলেট বিতরণকালে ৫ জনকে জরিমানা

প্রকাশিত: জুন ৭, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ

পাইকগাছায় উপজেলা নির্বাচনকে ঘিরে চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নামে বিভ্রান্তি ও আপত্তিকর লিফলেট বিতরণকালে ৫ ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা আদায় সহ মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, তিনি বলেন উপজেলা নির্বাচনে নির্বাচনী আইন ১৮(গ) ধারা লঙ্গন করে বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে বিভ্রান্তি ও আপত্তিকর লিফলেট বিতরণকালে উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষ তাৎক্ষনিক থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৫ জনকে ৫শ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা সহ মুচলেকার মাধ্যমে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার ননীচরণ মন্ডলের ছেলে বঙ্গেশ্বর মন্ডল(৫৪), হাজারী লাল মন্ডলের ছেলে অরুন মন্ডল(৬৫), চন্ডি চরণ মন্ডলের ছেলে মান্দার মন্ডল, নলিনি নাথ মল্লিকের ছেলে অরবিন্দু মল্লিক, হোসেন আলীর ছেলে সামাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়