কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

আগের সংবাদ

বসুন্দিয়ায় দুই বিঘা জমির ফলজ গাছ কেটে ফেলায় থানায় মামলা

পরের সংবাদ

যশোরে নির্বাচনী সহিংসতায় একজন গুলিবিদ্ধ অপরজনকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: জুন ৭, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ

যশোরে নির্বাচনী সহিংসতায় গত ২৪ ঘন্টায় দুইজন খুন হয়েছে। একজনকে গুলি করে ও অপরজনকে ছুরিকাঘাতে দুর্বৃত্তরা হত্যা করেছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের বাহাদুরপুর এলাকায় গুলি করে আলী হোসেন (৪২) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুল তলা মোড়ে। নিহত আলী হোসেন বাহাদুপুরের আব্দুর রহমানের ছেলে। তিনি ৫ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করছিলেন। পরিবারের দাবি এর জেরেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় মোটরসাইকেলের বিজয় উপলক্ষে এক পিকনিকের আয়োজন শেষে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে। এসময় তাকে ধরে মাথায় গুলি করে পালিয়ে যায় দূর্বিত্তরা স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এছাড়াও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা।

এদিকে এর আগের দিন বুধবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় নির্বাচনী সহিংসতায় সাকিব হোসেন (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। আহত সাকিবকে প্রথমে যশোরে ওপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে সে মারা যায়। সাকিব হোসেন ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মী ছিলেন। নিহত সাকিব চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

গত ৫ই জুন যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের

বিভিন্ন গ্রামে নির্বাচত্তর উত্তেজনা বাড়ছে বলে সাধারণরা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়