পবিত্র ঈদ-উল আযাহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৯ জুন থেকে ৪ জুলাই (২৬ দিন) বন্ধ থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ০৯/০৬/২০২৪ তারিখ রবিবার থেকে ০৪/০৭/২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে এবং ০৯/০৬/২০২৪ তারিখ রবিবার হতে ২৭/০৬/২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
তবে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীগণ এবং জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তর ও বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি) এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।