শুভ সরকার ,নড়াইল থেকে নড়াইলে ৩ দিন ব্যাপী (৬-৮ জুন) “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি” শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর , নড়াইল সদর এর আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য) মোঃ ফরিদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান , সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষানী,সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এ মেলায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যসহ এ প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি বিষয়ে ০৮ টি ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ পর্যন্ত চলবে এ মেলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।