যশোরের চৌগাছায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কৃষি মেলার
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ও র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, নাজমুল ইসলাম, বাদশা ফয়সাল, শাকিল আহমেদ, আজমীর হুসাইন,
তাপস কুমার ঘোষ, সাইফুল ইসলাম, রেহেনা খাতুন ও গোলাম হোসেন, বীজ ডিলার হারুণ অর রশীদ, নার্সারি মালিক জুলফিকার, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম, মনসুর আলী, বালাইনাশক কোম্পানীর প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে আগত কৃষকবৃন্দ। মেলায় ২১ টি স্টল দেয়া হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।