পদত্যাগ করলেন থাইল্যান্ডরে পররাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

সাতক্ষীরায় আচরণবিধি ভঙ্গ করে ভোট, কেন্দ্র দখল নিতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

পরের সংবাদ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ও ভানুগাছ স্টেশনে পারাবত এক্সপ্রেস আটকা পড়ে আছে। রেললাইনের ওপর থেকে গাছ অপসারণের কাজ চলছে।’

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে। মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যাওয়া এই ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যানেও বেশ ক্ষতি হয়েছে। বনের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে বিকেল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

তিনি জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিটে আটকা পড়েছে। এছাড়া ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকে আছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়