খেজুরের দাম বেঁধে দিলো বাণিজ্য মন্ত্রণালয়

আগের সংবাদ

জাবির প্রশাসনিক ভবন দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ

পরের সংবাদ

ইফতারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ববিতে গণ-ইফতার কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১২, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার গণ-ইফতারের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীরা।

মঙ্গলবার রমজানের প্রথম দিনে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার কর্মসূচি পালন করবেন তারা। এছাড়াও কর্মসূচিতে কুরআন তেলাওয়াত এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে হাজার বছরের বাঙালি মুসলিম সংস্কৃতির ওপরে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

উল্লেখ্য, এর আগে গত সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে।

মার্চ ১২, ২০২৪, at ১৫:৫০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়