সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আগের সংবাদ

খেজুরের দাম বেঁধে দিলো বাণিজ্য মন্ত্রণালয়

পরের সংবাদ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সরকারি কর্মচারির

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ , ৩:৩৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১২, ২০২৪ , ৩:৩৩ অপরাহ্ণ

সাতক্ষীরা যশোর সড়কে মহেন্দ্রা ও ইজ্ঞিনভ্যানের মুুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারি ছিলেন বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কলারোয়ার থেকে মহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যান (আলম সাধুর) সাথে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মার্চ ১২, ২০২৪, at ১৫:২৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়