বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাউবির বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশ গ্রহণে খেলাধূলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাউবি‘র যশোর আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে গত শনিবার এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ভাবে গোলক নিক্ষেপ, বাস্কেটে বল নিক্ষেপ, চেয়ার সিটিং, চামচে মার্বেল রেখে দৌড়, আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোর আঞ্চলিক কেন্দ্রে আওতাধীন বিভিন্ন প্রোগ্রামের স্টাডি সেন্টারের প্রায় ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবি’র রেজিস্ট্রার ও টিম লিডার এপিএ ড. মহা. শফিকুল আলম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র এসএসএস বিভাগের পরিচালক ও সদস্য শুদ্ধাচার কমিটি ড. আনিস রহমান। অতিথিদ্বয় তাদের বক্তব্যে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন, ভবিষ্যতে বাউবি’র সকল আঞ্চলিক কেন্দ্রে এজাতীয় আয়োজনের উদ্যোগ নেবেন বলেও জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্টাডি সেন্টারের টিউটর সমন্বয়কারী, শিক্ষার্থী এবং আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বাস্কেট বল নিক্ষেপ (পুরুষ) ইভেন্টে ১ম অধিকার করেন চৌগাছা সরকারি কলেজ স্টাডি সেন্টারের বিএ/বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী ফেরদৌস, দ্বিতীয় স্থান অধিকার করেন উপ-শহর ডিগ্রী কলেজে স্টাডি সেন্টারের শিক্ষার্থী হাবিবুজ্জামান, তৃতীয় স্থান অধিকার করেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের স্টাডি সেন্টারের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
গোলক নিক্ষেপ (পুরুষ) ইভেন্টে ১ম স্থান অধিকার করেন উপশহর ডিগ্রী কলেজে স্টাডি সেন্টারের বিএ/বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী ইমরান হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন চৌগাছা সরকারি কলেজে স্টাডি সেন্টারের শিক্ষার্থী নবী উল্লাহ, তৃতীয় স্থান অধিকার করেন এবিসিডি কলেজে স্টাডি সেন্টারের শিক্ষার্থী আমিনুল হক।
চেয়ার সিটিং (মহিলা) ইভেন্টে ১ম হয়েছেন তরিকুল ইসলাম ডিগ্রী কলেজ স্টাডি সেন্টারের সাবিনা তাসনিম, দ্বিতীয় হয়েছেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী শারমিন আক্তার, তৃতীয় স্থান অধিকার করেছেন ঝিকরগাছা মহিলা কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী আদুরী খাতুন। চামচে মার্বেল রেখে দৌড় (মহিলা) ইভেন্টে ১ম হয়েছেন উপশহর ডিগ্রী কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী শামছুর নাহার, দ্বিতীয় হয়েছেন একই স্টাডি সেন্টারের শিক্ষার্থী রোজিনা খাতুন, তৃতীয় হয়েছেন এবিসিডি কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী মুন্নি খানম।
গান (পুরুষ-মহিলা) ইভেন্টে ১ম হয়েছেন নাভারণ কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী আন্না বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন উপশহর ডিগ্রী কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী শামসুন নাহার, তৃতীয় হয়েছেন চৌগাছা সরকারি কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী ফেরদৌস এবং আবৃতি (পুরুষ-মহিলা) ইভেন্টে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে উপশহর ডিগ্রী কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী ইমরান হোসেন রানা, ঝিকরগাছা মহিলা কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী প্রণতি বিশ্বাস ও এবিসিডি কলেজ স্টাডি সেন্টারের শিক্ষার্থী মুন্নী খানম।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আঞ্চলিক পরিচালক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।