বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগের সংবাদ

জবি শিক্ষার্থী কর্তৃক খুবি শিক্ষার্থীদের উপর আক্রমনের বিরুদ্ধে মানববন্ধন করেন খুবির সাধারণ শিক্ষার্থীরা

পরের সংবাদ

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ , ৯:৫৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১১, ২০২৪ , ৯:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্রে গত রবিবার দিনব্যাপী “Inegrity for Professional Development of the BOU Employees, Phase-04” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাউবি’র শুদ্ধাচার কমিটি ও Institutional Quality Assurence Cell (IQAC) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র রেজিস্ট্রার ও সদস্য , শুদ্ধাচার কমিটি এবং এপিএ টিম লিডার, বাউবি, ডা. সরকার মোঃ নোমান, অধ্যাপক, এসএসটি ও সদস্য, শুদ্ধাচার কমিটি, বাউবি, ড. আনিস রহমান, পরিচালক এসএসএস বিভাগ ও সদস্য, শুদ্ধাচার কমিটি, বাউবি।

এ প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া উপ-আঞ্চলিক কেন্দ্রের ৪২ জন কর্মকর্তা ও কর্মচারী।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং মনোযোগ সহকারে প্রশিক্ষনের বিষয়বস্তু বোঝার চেষ্টা করা এবং কর্মজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে সেগুলো প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

রিসোর্স পার্সোন হিসেবে ডা. সরকার মোঃ নোমান “শুদ্ধাচার ও জীবন: কেন ও কীভাবে” বিষয়বস্তুর উপর আলোচনা করেন। ডেকোরাম, সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক একাগ্রতা” এবং শুদ্ধাচার বাস্তবায়নে বাউবিঃ বিধিবিধান” বিষয়ের উপর আলোচনা করেন বাউবির রেজিস্ট্রার ড. মোহাঃ শফিকুল আলম। “মাঠ পর্যায়ে সেবা প্রদান এবং একাগ্রতা” বিষয়ে আলোচনা করেন বাউবি’র এসএসএস বিভাগের পরিচালক ড. আনিস রহমান।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যশোর আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক দেওয়ান নুর ইয়ার চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক মোহাঃ আব্দুল হান্নান।

ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডা. সরকার মোঃ নোমান। প্রশিক্ষণ কর্মশালার সমম্বয়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়