রমজানের পবিত্রতা রক্ষায় দক্ষিণখান থানা পুলিশ সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান। তিনি বলেন প্রত্যেক মুসলমানের জীবনে রমজান একটি পবিত্র মাস। এই মাসের পবিত্রতা রক্ষাকরা প্রত্যেকটি মুসলমানের ঈমানী দায়িত্ব। দক্ষিনখান থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত রাখতে ইতিপূর্বেই তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান।
রমজান মাসে যেন রোজদারি ব্যক্তিরা কারো দ্বারা হয়রানি শিকার না হন সে আশা ব্যক্ত করে তিনি বলেন যদি আমার কাছে এই ধরনের কোন অভিযোগ আসে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করিব। অফিসগামী লোকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য রাস্তাঘাটে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওসি বলেন ইফতার সমাগম অবস্থায় যদি কেউ থানার আশেপাশে থাকেন তবে তারা যেন থানায় গিয়ে ইফতার খুলতে পারেন সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাস থানা কম্পাউন্ড এর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অত্র এলাকায় যাতে কোনো অসাধু ব্যবসায়ী এই মাসকে পুঁজি করে অধিক মুনাফা অর্জন করতে চায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
ইতিমধ্যে দক্ষিনখান এলাকার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কে নিয়ে আমি একটি মিটিং করেছি। তাদের বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির সময় যদি কোন ধরনের অসুবিধা সম্মুখীন হন তাৎক্ষণিকভাবে আমার ব্যক্তিগত মোবাইলে ফোন করবেন। বিষয়টি যদি রমজানের পবিত্রতা রক্ষায় বেঘাত ঘটায় তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যারা রোজা রাখতে অক্ষম তারা রোজদারি ব্যক্তিদের কে সম্মান প্রদর্শনপূর্বক পর্দার আড়ালে পানাহার করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।