পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার সংগঠনটির সাবেক সভাপতি পারভেজ আহমেদ পাভেল এবং সাধারণ সম্পাদক রওনক জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রাপ্ত কমিটিতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামল আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদ দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদকসহ ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি শ্যামল আলী জানান, সভাপতি পদে নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। আমার শিক্ষক থেকে শুরু করে আমার সিনিয়র ভাই যারা আমার উপর আস্থা, ভরসা ও বিশ্বাস রেখে আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছে তাদের ধন্যবাদ জানাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা কৃতি শিক্ষার্থীরা যেন জেলা সমিতি থেকে বিমুখ না হয়ে যায়, কি করলে তাদের সাথে আরো ভালো যোগাযোগ করা যায়, কিভাবে জেলা সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তিনি আরো বলেন, জেলা সমিতি সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে যে মনভাব রয়েছে সেটা আরো শক্তিশালী করব। তাদের সাথে আরো ভালো বন্ডিং তৈরির চেস্টা করব। এজন্য সবার সাহায্য-সহোযোগিতা আমার একান্ত কাম্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসিফ আহমেদ বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যান সমিতির সকল উপদেষ্টাগণ, সদ্য বিদায়ী সভাপতি-সম্পাদকসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি; আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি এ জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আমরাও ছাত্রদের জন্য কাজ করে যাবো। বিশেষ করে আমরা গরীব-মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশনির ব্যবস্থা, আর্থিক সহযোগিতাসহ এই ধরনের ছাত্রকল্যাণ সেবামূলক কাজগুলো করে যেতে চেষ্টা করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।