খালি পায়ে গায়ে নোংরা পোশাক, এলোমেলো চুল, মুখভর্তি দারি। চোখে মুখে রাজ্যের নীরবতা। এমনই এক লুকে হাজির হয়েছেন তেলেগু সুপারস্টার তামিল সুপারস্টার ধানুশ। ক্যাপ্টেন মিলারের পর আসছে তার আরও একটি নতুন সিনেমা। নাম ‘কুবেরা’। এটি পরিচালনা করছেন তেলেগু হিট মেশিন খ্যাত নির্মাতা শেখর কামুল্লা। সেই সিনেমার ফার্স্ট লুকে এভাবেই উপস্থিত হতে দেখা যায় ধানুশকে।
৯ মার্চ সিনেমার ফার্স্টলুক প্রকাশের পর থেকেই আলোচনায় ‘কুবেরা’। ভিডিও আকারে ফার্স্টলুকের ৪৫ সেকেন্ডের ভিডিওতে ধানুশের সাধারণ এই উপস্থিতি নজর কেড়েছে সবার।
ভিডিওতে দেখা যায় ধানুশ দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক পেছনে ভগবান শিব দেবী অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা নিচ্ছেন। কোনো সংলাপ ছাড়াই ৪৫ সেকেন্ডের এই ভিডিও ইউটিউবে ইতোমধ্যে ২ মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে।
সিনেমাটি নির্মাণে বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে বলে জানান নির্মাতা শেখর কামুল্লা। নিজের নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, ‘সিনেমার টানা ৫১ দিন আমরা শুটিং করেছি। সবার যৌথ সহযোগিতায় কাজটি একেবারেই শেষের দিকে। বিগ বাজেটের এই গল্প মুক্তির আগেই সবাইকে চমকে দেবে।
আশাকরছি মুক্তির পর ভারতের সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করবে। ‘কুবেরা’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।’ তারকাবহুল এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আক্কিনেনি নাগার্জুন, রাশমিকা মান্দানার মতো তারকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।