যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ ইঞ্জিন চালিত অটোরিকশা ও নিবন্ধনবিহীন ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান চালানো শুরু হয়। অভিযানে মোট ৮০ অবৈধ ইঞ্জিন চালিত অটোরিকশা ও নিবন্ধনবিহীন ইজিবাইক আটক করা হয়েছে।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতাল মোড়, দড়াটানা মোড়, কালেক্টরেট এলাকা, ঈদগাহ মোড়, চোরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ বলেন, মোটর চালিত অটোরিকশা কোন অনুমতি নেই। জন জীবনের জন্য ব্যাটারি চালিত রিকশা মারাত্মক হুমকি। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে এ অভিযান। অভিযানে মোট ৮০ অবৈধ ইঞ্জিন চালিত অটোরিকশা ও নিবন্ধনবিহীন ইজিবাইক আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার আগে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।