ইবির আইন অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪ জনই একই বিভাগের শিক্ষার্থী

আগের সংবাদ

খুবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১০, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবারের সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টার। রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কাউন্সিলিং এন্ড গাইডেন্স সেন্টারের উদ্বোধন করা হয়। ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক লুনা আব্দুল্লাহ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লুনা আব্দুল্লাহ বলেন, প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আর কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলিং সেন্টারের কোন বিকল্প নেই। শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, সমাজের প্রতিটি সেক্টরে প্রয়োজন মানসিক সুস্থতা। বাংলাদেশের প্রতিটি ঘরে আমাদের মায়েদের মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। কারন মা যদি মানসিক ভাবে সুস্থ্য না থাকে, তাহলে এর প্রভাব তার সন্তানের উপর পড়বে। যার ফলে একটি সুস্থ্য জাতি গঠনের পথ বিঘ্নিত হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এধারাকে অব্যহত রাখতে হলে আমাদের মানসিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে প্রোগ্রাম স্পীকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রিয়াংকা সেরনিয়াবাত আবুল খায়ের, কাউন্সিলর ইন্টার্ন আন্ডার সুপারভিশন, মাস্টার্স ইন ক্লিনিক্যাল মেন্টাল হেলথ কাউন্সিলিং, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইউএসএ। কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের শিশু বিকাশ কেন্দ্রের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর ফায়েজা আহমেদ। রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মার্চ ১০, ২০২৪, at ১৯:৫৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়