অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে পানের বরজে আগুন, পুড়েছে প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ

আগের সংবাদ

রমজানে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

পরের সংবাদ

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ , ২:২৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ১০, ২০২৪ , ২:৩৬ অপরাহ্ণ

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের বেশি সম্পদহানী হচ্ছে এবং তুলনামূলকভাবে প্রাণহানী কমে এসেছে।”

র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়ছার সুমন, বাংলাদেশ বেতার খুলনার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর যুব সদস্য মুন্নি আক্তার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুদীপ্ত দেবনাথ প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রেড ক্রিসেন্টের যুব সদস্য, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ

মার্চ ১০, ২০২৪, at ১৪:২৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়