ঝিনাইদহে জাকজমকভাবে শুরু হয়েছে দুদিন ব্যাপি মরমী কবি পাগলা কানাইয়ের ২১৪ তম জন্ম জয়ন্তী উৎসব। এ উপলক্ষে কবির সমাধী ঝিনাইদহের পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে প্রতিবারের ন্যায় এবছরও পালিত হচ্ছে দিনটি। এটিকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানটি আয়োজন করেছে পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। শুক্রবার বেলা ১২টার দিকে এ অনুষ্ঠানের শুভ আড়াম্বর শুরু হয়েছে-সে সময় উপস্থিত ছিলেন পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, জেলা কালচারাল অফিসার (ঝিনাইদহ ও মাগুরা) জসিম উদ্দিন সহ অন্যান্যরা। উৎসবের শুরুতেই ছিলো লাঠি খেলা ও ভাবগান।
এ দিবসটি উপলক্ষে প্রতিবছর দুদিন ব্যাপী ভাবগান, লাঠিখেলা, চিত্রাংকন, বইপাঠ ও কবির রচিত গানের আয়োজন করা হয়। এ উৎসবকে কেন্দ্র করে ‘‘মেলা” বাড়তি আনন্দ যোগায় দর্শনার্থীদের। নাগর দোলা, কসমেটিক্স, বাহারী খাবার এর স্টল বসে এ মেলায়। প্রতিবছর এ দিনটির প্রতিক্ষায় থাকে স্থানীয়রা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।