অভয়নগরে ওলামানগর মাদ্রাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন

আগের সংবাদ

ঝিনাইদহে জাকজমকভাবে শুরু হয়েছে কবি পাগলা কানাইয়ের ২১৪ তম জন্ম জয়ন্তী উৎসব

পরের সংবাদ

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও ফসল নষ্টের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৪ , ১০:৪৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ৮, ২০২৪ , ১০:৪৩ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মারপিট, বাড়িঘর ভাঙচুর ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে। এঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী রাস্তা নামক স্থানে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভরিয়া পূর্ব পাড়া গ্রামের মৃত নইমুদ্দিন গাছুরছোট ছেলে বাইজিদ ও মেজো ছেলে আব্দুল মতিন পাশাপাশি দোকান করে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল মতিন দোকানঘর ঝাড়ু দিতে গেলে তাঁর ছোট ভাই বাইজিদ তাকে বাঁধা দেয়।

এসময় বাইজিদ বলে ঝাড়ু দেয়া ধুলা বালি আমার দোকানে আসছে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আব্দুল মতিন ও তার ছেলে সুজন মিয়া, বাইজিদ ও তার ছেলে সৌরভ ইসলাম আহত হন।

এব্যাপারে আব্দুল মতিন জানান, সংঘর্ষের পরদিন শুক্রবার আমরা বাবা ছেলে হাসপাতালে থাকাকালীন আমার ছোট ভাই বাইজিদের পক্ষ নিয়ে আরেক ছোট ভাই রায়হান আলী তার ছেলে রাজা বাবু ও বোন পারুল বেগম আমার বাড়িঘর ভাঙচুর করে ফসল নষ্ট করে। গহনা ও নগদ টাকা লুট-পাট করেছে।রায়হান প্রতিনিয়ত আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এব্যাপারে অভিযুক্ত রায়হান আলী বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যারা অভিযোগ করছে তারাই বাইজিদ ও তার ছেলেকে মারপিট করছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়