অভয়নগরে মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামীয়া ওলামানগর মাদ্রাসার উদ্যোগে বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রানাভাটা সংলগ্ন মাদ্রাসা মাঠে এ বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত নবনির্মিত মুয়াজ ইবনে জাবাল মসজিদের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ইহইয়াউল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকার গ্রুপের পরিচালক ও দাতা সদস্য আবু সাঈদ সরকার, জাকাতদাতা সদস্য ও নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়েবুর রহমান, মজলিসে সূরার সদস্য মুফতি রফিকুল ইসলাম, সদস্য আল আমিন, বুনিয়াদী সদস্য নুর আলম পাটোয়ারী বাবু, মজলিসে আমেলা সদস্য তরিকুল ইসলাম, জমিদাতা সদস্য নিজাম উদ্দিন মোল্যা, অভিভাবক সদস্য মাহমুদ হাসান খান, মুফতি ইনামুল হুসাইন, আলহাজ্ব হাবিবুর রহমান, সদস্য রাকিবুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন, মুফতি শহিদুল ইসলাম কাসেমী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।