ক্ষতি ৪ লক্ষাধিক টাকা
যশোরের চৌগাছায় সরজেত আলী নামে এক কৃষকের দেড়বিঘা জমির পটল খেত কেটে সাবাড় করে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের চাল লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী মাঠে এই ঘটনা ঘটে।
কৃষক সরজেত আলী জানান, তিনি ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। পাশের গ্রাম ধুলিয়ানী মাঠে পাকা রাস্তার ধারের দেড় বিঘা (৫০শতাংশ) জমি, বিঘাপ্রতি ২০ হাজার টাকা করে ৩০ হাজার টাকায় লিজ নিয়ে পটল চাষ করেছিলেন। পটলের গাছগুলি বড় হয়ে মাচায় উঠে গেছে এবং পটল ধরা শুরু হয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার (৮মার্চ) ভোরে পটলে ফুল ছোয়াতে (পরাগায়ন ভালো হওয়ার জন্য নারী ফুলের সাথে পুরুষ ফুল ছোয়ানো হয়) মাঠে এসে দেখতে পান পটলের গাছগুলি গোড়া থেকে কাটা রয়েছে। সূর্য উঠার পর থেকে যা শুকিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জমিতে মোট ত্রিশটি বেড তৈরি করে গাছগুলি লাগিয়েছিলাম। দূর্বৃত্তরা সবগুলি বেডের সব গাছই কেটে দিয়েছে। গাছগুলি কাটতেও কমপক্ষে ৩ থেকে ৪ জন শ্রমিক লেগেছে।
সরজেত আলী বলেন, আমার কারও সাথে কোন শত্রুতা নেই। আমি চা’য়ের দোকানে বসলেও মুটামুটি সবাইকে চা’ খাওয়াই। তিনি বলেন, জমি লিজ থেকে শুরু করে, মাচা তৈরি, সার, জমিচাষ, শ্রমিকসহ বর্তমানে পটল ধরা পর্যন্ত আমার ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। গাছগুলি না কেটে দিলে এ মৌসুমে ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার পটল বিক্রি করতে পারতাম। যার পুরোটাই আমার ক্ষতি হয়ে গেলো।
সরেজমিনে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরজেত আলীর পটল খেতে গেলে দেখা যায়, জমিটি গ্রামের পিচ রাস্তার পাশেই। দুদিকে ভুট্টা খেত, একদিকে পাকা রাস্তা অপর দিকটি খোলা রয়েছে। দেড় বিঘা জমির ৩০টি বেডের সকল গাছই গোড়া থেকে কাটা রয়েছে। শুধুমাত্র উত্তর দিকের আইলের দু’তিনটি গাছ জীবিত। খেতের ক্ষতি দেখতে আসা গ্রামের কয়েকজন নারী জানান, সরজেত আলী খুবই ভালো মানুষ। গ্রামে পশু চিকিৎসার পাশাপাশি সবজি চাষ করেন তিনি।
এ বিষয়ে সরজেত আলী বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ করিনি। আমার কারও সাথে কখনও কথা কাটাকাটিও হয়নি, কাকে সন্দেহ করবো? তবে ভবিষ্যতের জন্য থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করতে যাবো।
ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন খালি না পড়ে থাকে। সেখানে একজন কৃষকের দেড় বিঘা জমির পটল গাছ কেটে দেয়া মারাত্মক অপরাধ। দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা হওয়া প্রয়োজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।