মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই আমির হোসেন। গেল ফেব্রুয়ারি মাসে বেনাপোল পোর্ট থানার এস আই আমির হোসেন বেনাপোল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছেন। এ কারণে গত ফেব্রুয়ারি মাসে হিসাব অনুযায়ী যশোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করেছেন।
এই উপলক্ষে গত বুধবার দিনব্যাপী যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, এসআই আমির হোসেনের হাতে শ্রেষ্ঠোত্ব ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। এসময় যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।