‘তর্জনী’ উঁচু বঙ্গবন্ধু দেখাবেন দিশা

আগের সংবাদ

ইবিতে ইইই বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী ৯ মার্চ 

পরের সংবাদ

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ , ৩:১৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ৭, ২০২৪ , ৩:১৮ অপরাহ্ণ

যশোর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম ওরফে নজু মোল্যা (৬৯) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। আসামী নজরুল যশোরের অভয়নগর থানার ভাটপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি খুলনার ফুলতলা থানায় ১৯৯৫ সালের ২৪ অক্টোবরে দায়েরকৃত মামলার ৫ নম্বর আসামী।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত কয়েদী নজরুল ইসলাম গত রাতে হঠাৎ করে কারা অভ্যান্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মুত্যুবরণ করেন। হাসপাতালের রেজিস্ট্রারে মৃত্যুর কারন হিসেবে ব্রাউট ডেথ লেখা আছে ।

যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বলছেন, স্ট্রোকজনিত কারনে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

মার্চ ০৭, ২০২৪, at ১৫:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়