যশোরে জয়তী সোসাইটি আয়োজনে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

আগের সংবাদ

রোভার মুট ইয়ুথ পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা যবিপ্রবির ইফতেখার মাহমুদ

পরের সংবাদ

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, যশোরে

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ , ১:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৭, ২০২৪ , ১:০৬ অপরাহ্ণ

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ধ্বনিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের এই অমর বানি। ১৯ মিনিটের এই ভাষণটি আন্তর্জাতিকভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দিনটিকে স্মরনীয় রাখতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৭ মার্চ উদযাপন করলো আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোর।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালিসহকারে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, বায়োকেমেষ্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নওশাদ মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাকসহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মার্চ ০৭, ২০২৪, at ১২:৫০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়